• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > থ্রি ইন ওয়ান নৌকা,আওয়ামিলীগ বনাম আওয়ামী লীগ, ডামি নির্বাচন

থ্রি ইন ওয়ান নৌকা,আওয়ামিলীগ বনাম আওয়ামী লীগ, ডামি নির্বাচন

  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ১৩:০১
  • ৩৮১

---

মোঃ ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী ৪(১১৪) সরেজমিন চিত্র কলাপাড়া,রাঙাবালী সংসদীয় আসন। নৌকা বনাম নৌকা। রাজনৈতিক আওয়ামিলিগ সমার্থক তিন ভাগে বিভক্ত যেমন (১) নৌকার মাঝি মহিবুর রহমান বর্তমান সংসদ যার পক্ষে আওমিলিগের সাধারণ সম্পাদক রাঙাবালী ইউঃ সদর চেয়ারম্যান মামুন খান, খান পরিবার ও ছাত্রলীগ সভাপতি রাঙাবালী উপজেলা আরিফুর রহমান ,শ্রমিকলীগ সভাপতি রওশন মৃধা, সহ অন্যান্য সুবিধাভোগী নেতৃবৃন্দ (২) সাবেক সংসদ ও মন্ত্রী মাহবুবুর রহমান (ঈগল) যার পক্ষে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যক্ষ দেলোয়ার ও উপজেলা বাইশ চেয়ারম্যান ওয়ালিদ তালুকদার, তালুকদার পরিবার, হাজী মাহমুদ সহ, তার সাবেক এমপির সময়ে সুবিধাভোগী নেতৃত্বের লোক জন। ( ৩) আবদুল্লাহ আল ইসলাম লিটন(ট্রাক) পিতা মরহুম এমপি আনোরুল ইসলাম (জনপ্রিয়) সাহেবের ছেলে যার পক্ষে উপজেলা চেয়ারম্যান জনাব জহির উদ্দীন ও আকন পরিবার, কিন্তু নেই কোন সুবিধাভোগী , আছে বঞ্চিত অবহেলিত মানুষ। আর আছে সার্থন্বেসী মহল। রাঙাবালী উপজেলা যুবলীগ তিন ভাগে বিভক্ত।

সরেজমিনে গিয়ে বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সান্ঠুর এলাকা আলোচনা কাটাখালী বাজারে নৌকা বিরুদ্ধে গেলে ই বহিস্কার। উল্টো ঘটনা দেখলাম টুঙিবাড়িয়া স্কুল বাজার আলোচনা হচ্ছে ঈগল না হলে ট্রাকে ভোট দিব, দলীয় ডামি প্রার্থী হলে তাকে ই (নৌকা না) ভোট দিবে, তারা পরিবর্তন চায়,তবে সেটা ব্যক্তির।ভিন্ন চিত্র তক্তাবুনিয়া, নিজ্কাটা, ও মৌডুবি বাজার মিশ্রিত ভোটার। আলোচনা ও সমালোচনা হচ্ছে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের নিয়ে। কিছু কট্টর আওয়ামী লীগ ছাড়া ,বিভক্ত আওয়ামী লীগ অর্থাত থ্রি ইন ওয়ান। আওয়ামিলীগ বনাম আওয়ামীলীগ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133866 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 03:27:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group