• হোম > জাতীয় | বিশেষ নিউজ > রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই আইনের আওতায় : ডিবিপ্রধান

রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই আইনের আওতায় : ডিবিপ্রধান

  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৯
  • ৩৫৫

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে।

আজ রবিবার দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রিজভীকে নিয়ে ডিবিপ্রধান বলেন, ‘একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন? যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।’

হারুন অর রশীদ বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133873 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 02:11:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group