• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ভোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

  • সোমবার, ১ জানুয়ারী ২০২৪, ১৬:৩২
  • ১০৬৮

---

ভোলা প্রতিনিধি :

ভোলায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার সংলগ্ন এাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের কাঠমিস্ত্রী আব্দুল সাত্তারের স্ত্রী। সে ৪ সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে রোকেয়া বেগম ও তার শাশুড়ী হাওলাত টাকা আনতে পাশের বাড়িতে যায়। এসময় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133910 ,   Print Date & Time: Wednesday, 22 October 2025, 02:45:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group