• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে পুলিশের অভিযানে চোরাই স্বর্ণালংকারসহ পেশাদার চোর চক্রের দু’জন গ্রেফতার

নড়াইলে পুলিশের অভিযানে চোরাই স্বর্ণালংকারসহ পেশাদার চোর চক্রের দু’জন গ্রেফতার

  • মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪, ০৯:৫৩
  • ৫০০

---

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
:
নড়াইলে চোরাই স্বর্ণালংকারসহ পেশাদার চোর চক্রের মোঃ অহেদ শেখ (১৯) ও মোঃ পারভেজ মোল্লা (৩২) নামের ০২জন চোরকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। মোঃ ওয়াহেদ শেখ (১৯) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের মোঃ মনিরুল শেখের ছেলে এবং মোহাম্মদ পারভেজ মোল্লা (৩২) নড়াইল সদর থানাধীন মাছিমদিয়া গ্রামের মৃত তবিবর মোল্লার ছেলে।

গত (২৭ ডিসেম্বর) নড়াইল সদর থানাধীন ভাদুলীডাঙ্গা গ্রামে মোহাম্মদ তোফায়েল শিকদারের বাড়িতে এক ভাড়াটিয়ার বাসায় আলমারি ভেঙ্গে ৫.৪‌০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত (৩১ ডিসেম্বর) বিথী সুলতানা (৩২) নামের একজন মহিলা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নড়াইল সদর থানা পুলিশ চোরাই স্বর্ণালংকার উদ্ধার সহ চোর গ্রেপ্তারে জোর তৎপর হন।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (১ জানুয়ারি) সকাল ৮১০ মিনিটের সময় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা নরোত্তম বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় জেলা পুলিশ জনগণের জান মালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133922 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 10:58:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group