• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী-সাদিক

আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী-সাদিক

  • মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪, ১১:৫৯
  • ৩৩৪

শাম্মী আহমেদ ও সাদিক আবদুল্লাহ

বরিশাল-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে শাম্মী আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে পারছেন না।

এদিকে, বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতার বিষয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগে একই বেঞ্চ। ফলে সাদিক আবদুল্লাহও নির্বাচন করতে পারছেন না।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে এই আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব, খেলাপি ঋণ, ১ শতাংশ ভোটারের সমর্থনে গরমিলসহ বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133926 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:11:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group