• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুরে শেখ হাসিনা নির্বাচনী জনসভায় লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি

ফরিদপুরে শেখ হাসিনা নির্বাচনী জনসভায় লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি

  • মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪, ১৭:১৪
  • ৩৬৩

---

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে জনসভায় প্রায় এক লক্ষের উপর জনসমাগম হয়েছে বলে জানিয়েছে একাধিক সুত্র। জানা যায় শুধু ফরিদপুর নয় রাজবাড়ি,মাগুড়া ও ফরিদপুরের চারটি আসন থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছে জনসভায়।

আজ মঙ্গলবার (জানুয়ারি ০২) শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন তিনি। দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুর এসে পৌঁছান আওয়ামী লীগ প্রধান। সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে জনসভায় বিকেল ৩.১৫ মিনিটে যোগ দেন তিনি।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দিতে মঙ্গলবার (জানুয়ারি ০২) সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন মানুষ। সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক।নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা।

শেখ হাসিনার আগমনকে ঘিরে পুরো শহরে এখন উৎসবের আমেজ, গোটা শহরে সাজ সাজ রব।সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনে বিশেষ জেলা জুড়ে নিরাপত্তা জোরালো করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম (পিপিএম)।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133942 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:18:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group