• হোম > বিনোদন | বিশেষ নিউজ > পালিয়ে বিয়ে! গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়ে, নতুন গান ফের ভাইরাল ভুবন বাদ্যকর

পালিয়ে বিয়ে! গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়ে, নতুন গান ফের ভাইরাল ভুবন বাদ্যকর

  • বুধবার, ৩ জানুয়ারী ২০২৪, ১২:৫৪
  • ২২৫৪

ভুবন বাদ্যকর

২০২২-এর শেষে মুক্তি পেয়েছে ভূবন বাদ্যকারের ‘হ্যাপি নিউ ইয়ার’ গান। সেই গানের হাত ধরেই নাকি ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের নেশায় মজেন এক অল্পবয়সী সুন্দরী। প্রেমে এতটাই মজে যে পালিয়ে বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেন। তবে এসবই ঘটেছে তাঁর নতুন গানের দৌলতে।

বছর শেষ, নববর্ষে ফের ভাইরাল ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। এবারও সেই কাঁচা বাদাম নিয়েই ভাইরাল হয়েছেন তিনি। প্রকাশ্যে এনেছেন প্রেমিকাকে। গানের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন নতুন বছরে পালিয়ে বিয়ে করছেন তাঁরা। আবার বলতে না বলতেই কাঁচা বাদাম হাতে নিয়েই গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়েছেন ‘বাদাম কাকু’।

প্রসঙ্গত, ২০২১-এ ‘কাঁচাবাদাম’ গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূমের ‘বাদামকাকু’ ভুূবন বাদ্যকর। এই ‘কাঁচাবাদাম’-ই তাঁকে বীরভূম থেকে মুম্বই পৌঁছে দিয়েছিল। বিখ্যাত হওয়ার সঙ্গে বীরভূমে দোতলা বাড়িও করে ফেলেন ভুবন। তবে সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। প্রতারণার শিকার হন তিনি। অভিযোগ ইলামবাজারের গোপাল ঘোষ তাঁকে কপিরাইটের জন্য সাদা কাগজে সই করিয়ে নেন। বিষয়টা না বুঝেই সই করে ফেলেন ভুবন বাদ্যকর।

এদিকে গানের কপিরাইটের জন্য যে টাকা ভুূূবন বাদ্যকরের পাওয়ার কথা তা তিনি পাচ্ছেন না। বিষয়টা নিয়ে দুবরাজপুর থানায় অভিযোগও জানান ভুবন বাদ্যকর। তবে কিছুই লাভ হয়নি। এখানেই শেষ নয়, ভুবন বাদ্যকরের অভিযোগ, কাঁচা বাদাম হিট হওয়ার পর প্রতিবেশী ও ক্লাবের লোকজন সকলেই ভাবতে থাকেন ভুবনবাবু ধনী। সকলেই তাই তাঁর কাছ থেকে বিভিন্ন রকম টাকা চাইতে শুরু করেন। তবে সেসব মেটাতে না পেরে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছিলেন ভুবন বাদ্যকর। তবে এবার আর পুরনো ভুল করতে চান না। এবার ধীরে সুস্থে পা ফেলতে চান ‘বাদামকাকু’।

এদিকে ইতিমধ্যেই ভুবন বাদ্যকরের নতুন গানের ভিউ ফেসবুকে ১০হাজার ছাড়িয়েছে। শেয়ারও হচ্ছে বেশ ভালো। ইউটিউবেও গানটি বেশ ভাইরাল। নেটপাড়ার আশা, হয়ত এভাবেই ফের জীবনের দিশ খুঁজে পাবেন ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133966 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 01:11:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group