• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > ফরিদপুরে নৌকার প্রচারণায় সাকিব

ফরিদপুরে নৌকার প্রচারণায় সাকিব

  • বুধবার, ৩ জানুয়ারী ২০২৪, ১৬:০৫
  • ৩৭৬

সাকিব আল হাসান।

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন মাগুড়া-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার বেলা ১২টার দিকে শহরের আওয়ামী লীগ অফিস থেকে শামীম হকের পক্ষে প্রচারণায় নামেন সাকিব আল হাসান।

এ সময় তিনি গাড়ির বহর নিয়ে শহরের নিলটুলী, ঝিলটুলী, থানা রোড, পূর্বখাবাসপুর, কমলাপুর, টেপাখোলা, সিএন্ডবি ঘাটসহ শহরের বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীকে ভোট দেওবার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। প্রচারণায় নৌকার প্রার্থী শামীম হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনি প্রচারণার শুরুতে সাকিব আল হাসান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় মার্কায় ভোট দিলেই আগামীতে আবারও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। তখন পুনরায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133974 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 02:41:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group