• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় বাশঁ ঝাড় থেকে পাইপগান উদ্ধার

ভোলায় বাশঁ ঝাড় থেকে পাইপগান উদ্ধার

  • বুধবার, ৩ জানুয়ারী ২০২৪, ১৭:৩৮
  • ৬৪৭

বাশঁ ঝাড় থেকে পাইপগান উদ্ধার

ভোলা প্রতিনিধি:

ভোলায় বাশঁ ঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় স্প্রিং সহ ফায়ারিং পিন সংযুক্ত ১৫ ইঞ্চি একটি পাইপগান উদ্ধার করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি চৌকস টিম।
আজ বুধবার (৩ জানুয়ারী) দুপুরে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে এ ঘটনা গণমাধ্যমে জানান হয়। এর আগে গতকাল মঙ্গলবার (২ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনৈক আলতাফ ফরাজির পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে বাঁশ ঝাড়ের নিচ থেকে লোহার তৈরি দেশীয় পাইপগানটি উদ্ধার করা হয়।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) (নিরস্ত্র) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কন্দকপুর সাকিনে জনৈক আলতাফ ফরাজির পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে বাঁশ ঝাড়ের নিচ থেকে লোহার তৈরি একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। যাহা লোহার বাটযুক্ত এবং বাটসহ পাইপগানটি লম্বা ১৫ ইঞ্চি পাইপগানটি স্প্রিং সহ ফায়ারিং পিন সংযুক্ত।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133982 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 10:26:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group