• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ > ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার

  • শনিবার, ৬ জানুয়ারী ২০২৪, ০৯:০৩
  • ১১৮২

---

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাস থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাসে রাজধানীর গাবতলী থেকে ব্যাগটিসহ একটি ছেলে উঠে। পরে সে সায়েদাবাদ এলাকায় নেমে যায়। বাসটি সিদ্ধিরগঞ্জ পৌছালে বাসের সুপারভাইজার টিকেট যাচাই করার সময় ব্যাগটি দেখতে পায়। পরে ব্যাগের ভেতর বোমা সাদৃশ বস্তুটি দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে এটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, বোমা সাদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। যাচাই করে দেখা হচ্ছে এটি আসলে কি। পরে বিস্তারিত জানানো হবে। ব্যাগ বহনকারী ছেলের খোঁজ নেয়া হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134027 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 03:22:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group