• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

  • শনিবার, ৬ জানুয়ারী ২০২৪, ১৩:১৩
  • ৩৭৫

ছবি : সংগৃহীত।

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ন ইউনিট।

শনিবার শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ পুড়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের। সবার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে আটটি ইউনিট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134052 ,   Print Date & Time: Thursday, 16 October 2025, 06:49:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group