• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির ৮ নেতা গ্রেফতার

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির ৮ নেতা গ্রেফতার

  • শনিবার, ৬ জানুয়ারী ২০২৪, ১৪:০৩
  • ৬৮১

---

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬), মোহাম্মদ মনসুর আলম(৪২), মো. রাসেল(২৭), মো. কবির(৪৪), দেলোয়ার (৪৪), হাসান (৩৮), সালাউদ্দিন (৩৫), ইকবাল হোসেন স্বপন(৪২)।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ট্রেনে আগুন লাগার আগে বিএনপির ১০/১১ জন ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেন।
এদিকে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নবী উল্লাহ নবীকে আটক করে পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134055 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 07:20:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group