• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় ৩টিতে নৌকা দুইটিতে স্বতন্ত্র জয়ী

গাইবান্ধায় ৩টিতে নৌকা দুইটিতে স্বতন্ত্র জয়ী

  • সোমবার, ৮ জানুয়ারী ২০২৪, ১০:১৭
  • ৩৬৩

---

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর ঢেঁকি প্রতীকের ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।

গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকার পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উম্মে কুলসুম স্মৃতি নৌকা প্রতীকে ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক সরকার ঈগল প্রতীকে ২৬ হাজার ৩৮২ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ২ লক্ষ ১ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী ট্রাক প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীকে প্রার্থী মাহমুদ হাসান রিপন ১ লক্ষ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে ৬৩ হাজার ৫২৬ ভোট পেয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134073 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:32:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group