• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতা অর্ধশত বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট আহত ১০

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতা অর্ধশত বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট আহত ১০

  • সোমবার, ৮ জানুয়ারী ২০২৪, ১৪:৫১
  • ১৭৫৬

---

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন।

সোমবার (০৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার (০৭ জানুয়ারি) নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর সদরের ওই তিন গ্রামে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা অন্তত ৫০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। বাধা দেওয়ায় নারীসহ আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ আজিমুল আহসান বলেন,”ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134094 ,   Print Date & Time: Wednesday, 7 January 2026, 11:30:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group