• হোম > নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > ‘ভোটের ফলাফল নিয়ে কারও দ্বিধা-দ্বন্দ্ব থাকলে, চ্যালেঞ্জ করতে পারে’

‘ভোটের ফলাফল নিয়ে কারও দ্বিধা-দ্বন্দ্ব থাকলে, চ্যালেঞ্জ করতে পারে’

  • সোমবার, ৮ জানুয়ারী ২০২৪, ১৫:৪৯
  • ১৩৯৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গড় ফলাফল নিয়ে কারও দ্বিধা-দ্বন্দ্ব থাকলে, চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাপানের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসির সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশকে যেকোনো ধরনের কারিগরি সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানায় পর্যবেক্ষক দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এখন পর্যন্ত প্রাপ্ত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের জয় ২২৫ আসনে, স্বতন্ত্র ৬১ এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। এছাড়া কল্যাণপার্টি পেয়েছে একটি আসন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134096 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 02:49:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group