• হোম > জাতীয় | বিশেষ নিউজ > আমার লক্ষ্য একটি মানুষও হতদরিদ্র থাকবে না : শেখ হাসিনা

আমার লক্ষ্য একটি মানুষও হতদরিদ্র থাকবে না : শেখ হাসিনা

  • সোমবার, ৮ জানুয়ারী ২০২৪, ১৭:৫৪
  • ৩৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার লক্ষ্য একটি মানুষও হতদরিদ্র থাকবে না। এখন আমাদের লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় আরও প্রশিক্ষিত করা।

গণভবনে আজ সোমবার (৮ জানুয়ারি) বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, দলীয় সরকারের অধীনে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহমূলক হতে পারে, সেটা আমরা দেখিয়েছি। আপনারা (বিদেশি পর্যবেক্ষক) আসার মাধ্যমে আমাদের দেশের গণতান্ত্রিক বিধিব্যবস্থা আরও বেশি শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা এখন আশাবাদী যে আমরা সরকার গঠন করব। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা সেই প্রস্তুতি আগে থেকেই নিয়েছি। বাকি কাজটাও করতে হবে। যদি আমাদের আরও অনেক কাজ বাকি আছে। দারিদ্র্য বিমোচনে আমাদের আর নানা কর্মসূচি হাতে রয়েছে।

এসময় শেখ হাসিনাকে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, নেপাল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাংবাদিক ও পর্যবেক্ষকরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134107 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:27:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group