• হোম > জাতীয় | বিশেষ নিউজ > আমি জয় বাংলার লোক: শাহজাহান ওমর

আমি জয় বাংলার লোক: শাহজাহান ওমর

  • বুধবার, ১০ জানুয়ারী ২০২৪, ১২:২৪
  • ৩৭৯

শাহজাহান ওমর

আবারও নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের হয়ে জয় পাওয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

বুধবার শপথ শেষে শাহজাহান ওমর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।”
এর আগে নির্বাচনী প্রচারণার সময়ও তিনি নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পান এক হাজার ৬২৪ ভোট।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে শপথবাক্য পাঠ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134164 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 02:15:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group