• হোম > অন্যান্য | বিশেষ নিউজ > ভোক্তাদের তীব্র সমালোচনা : সিদ্ধান্ত বদলালো গ্রামীণফোন

ভোক্তাদের তীব্র সমালোচনা : সিদ্ধান্ত বদলালো গ্রামীণফোন

  • বুধবার, ১০ জানুয়ারী ২০২৪, ১৭:৫৫
  • ২১৩৮

---

নিজেস্ব প্রতিবেদক :

দেশের প্রথম সারির মোবাইল অপারেটর মুঠোফোন রিচার্জে সর্বনিম্ন সীমা ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে ‘গ্রামীণফোন’।

ভোক্তাদের তোপের মুখে পড়েই আগের মতো সর্বনিম্ন ২০ টাকাই রিচার্জ করা যাবে বলে জানায় এ অপাটেরটি। অপারেটরটি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এটা এখনই বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

সম্প্রতি এসএমএস এর মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকদের জানিয়েছিলো, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।’

এদিকে গ্রামীণফোনের নোটিশের প্রতিবাদে গ্রাহক পর্যায়ে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বয়কট গ্রামীণসিম’ নামে কয়েকটি ইভেন্টও খোলা হয়। এসব সমালোচনার মুখেই এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে গ্রামীণফোন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134187 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:32:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group