• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > ইবিতে ক’ক’টেল সাদৃশ্য ছয়টি বস্তু উদ্ধার, ক্যাম্পাসজুড়ে আতঙ্কের সৃষ্টি

ইবিতে ক’ক’টেল সাদৃশ্য ছয়টি বস্তু উদ্ধার, ক্যাম্পাসজুড়ে আতঙ্কের সৃষ্টি

  • শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪, ১৫:৫৫
  • ১৭৫৫

---

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে লালন শাহ হলের পকেট গেইট থেকে দুইটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

এ ছাড়াও আজ শুক্রবার সকাল ৭ টায় অভিযান চালিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সবগুলোই নিষ্ক্রিয় করা হয়েছে। এ অবস্থায় ক্যাম্পাসজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, রাতে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্যটি জানতে পারি। এখন পর্যন্ত ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ইবি থানা পুলিশের সহায়তায় সবগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134223 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:58:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group