• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগরে গভীর রাতে এক বাড়ীতে স্বর্ণালঙ্কার চুরি

শ্যামনগরে গভীর রাতে এক বাড়ীতে স্বর্ণালঙ্কার চুরি

  • রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪, ০৯:১৮
  • ৬১০

শ্যামনগর নজরুল ইসলামের বাড়ী ডাকাতি করে যাওয়ার পরের চিত্র।

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রত্যন্ত এলাকায় গভীর রাতে এক বাড়ীতে ডাকাতি করে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে উপজেলা ঈশ^রীপুর ইউপির ধূমঘাট চরারচক গ্রামে নজরুল গাজীর বাড়ীতে।

হামিজ উদ্দীনের ছেলে নজরুল গাজী জানান, সকলে প্রতিদিনের ন্যায় রাতে খেয়ে ঘুমিয়ে গেলে ৫/৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে নজরুল গাজী সহ সকলকে হাত পা বেঁধে রেখে ঘরের আলমারী শোকেজ ভেঙ্গে কয়েক ভরি স্বর্ণ, পোষাক সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

প্রায় এক ঘন্টা তান্ডব চালিয়ে চলে যাওয়ার পরই বাড়ীর মালিক নজরুল ইসলাম ৯৯৯ নং ফোন করে বিষয়টি জানালে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন। কিন্ত ততক্ষণে ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়।

পর শনিবার সকালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক বিষয় খোঁজ খবর নেন। জানা যায় এ বিষয়ে মামলার প্রস্ততি চলছিল এ রিপোর্ট লেখা পর্যন্ত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134265 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:15:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group