• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বিমানবন্দরের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডেলিং উন্নত করব : ফারুক খান

বিমানবন্দরের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডেলিং উন্নত করব : ফারুক খান

  • রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪, ১৪:০৬
  • ৫৩৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। ফাইল ছবি।

দেশের বিমানবন্দরগুলোর যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডেলিং উন্নত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান।

রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফারুক খান বলেন, আমি এর আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখব। বিমানবন্দরে যাত্রী সেবা ও লাগেজ হ্যান্ডেলিং কিভাবে আরও উন্নতি করা যায় এবং কিভাবে আরও নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে, সেগুলো দেখব।

তিনি আরও বলেন, পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায়, সেগুলো নিয়ে কাজ করব।

পর্যটনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোন মন্ত্রণালয় কি করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব। এর বাইরে যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো দেখব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134284 ,   Print Date & Time: Thursday, 6 November 2025, 10:29:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group