• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪, ১৭:০৩
  • ৪৮৪

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪০ (চল্লিশ) পুরিয়া হেরোইন ও ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বেলা আনুমানিক ৩টার সময় ও রবিবার সকাল সাড়ে ১০টার সময় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক আসামীরা হলো, বেনাপোল বড় আচঁড়া (ট্রার্মিনাল পাড়া) এলাকার ইউসুফ আলীর ছেলে
আবু বক্কর সিদ্দিক (ছট্টু) ও খুলনা রুপসা থানার রাজাপুর গ্রামের আলমগীর আকনের ছেলে মোঃ সুজন।

পুলিশ জানায়, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ বাস টার্মিনালের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামি আবু বক্কর সিদ্দিক ছট্টুকে ৪০ (চল্লিশ) পুরিয়া হেরোইন ও বেনাপোল রেলষ্টেশন সংলগ্ন জামে মসজিদের সামনে হতে ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রাম গাঁজা সহ মোঃ সুজনকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, পৃথক দুটি অভিযানে ২ আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134298 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:21:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group