• হোম > জাতীয় | বিশেষ নিউজ > সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪, ১১:০২
  • ২৮৭

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে ফুল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এ শপথ নেন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

৩৭ সদস‌্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরমধ‌্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134313 ,   Print Date & Time: Tuesday, 21 October 2025, 05:00:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group