• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > পশ্চিম সুন্দরবনে বন বিভাগের অভিযানে বিষের বোতল সহ জেলে আটক

পশ্চিম সুন্দরবনে বন বিভাগের অভিযানে বিষের বোতল সহ জেলে আটক

  • সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪, ২০:১০
  • ৩৮৫

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে আটককৃত জেলে ও বিষের বোতল।

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি :

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে সাতক্ষীরারেঞ্জের আওতায় আন্দারমানিক খালের শাখা খালের মধ্যে থেকে বিষের বোতল, বিষযুক্ত চিংড়ী মাছ, ভেসালী জাল সহ দুই জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার(১৫ জানুয়ারী) সকালে বনবিভাগ কোবাদক ষ্টেশন কর্তৃক এক অভিযানে জেলেদের আটক সহ মালামাল জব্দ করা হয়।

কোবাদক ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মোঃ মোবারক হোসেন জানান, সকালে টহলকালে সুন্দরবনের মধ্যে আন্দারমানিক খালের আওতায় শাখা খাল কালির খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে অগ্রসর হয়ে হাতে নাতে খুলনা জেলার কয়রা উপজেলার রইজউদ্দিন খাঁন(৪৫) ও মাছুম মোল্যাকে আটক করে। এ সময় তাদের ব্যবহারিত নৌকা তল্লাসি করে তিন বোতল বিষ এর মধ্যে এক বোতল ব্যব‎হ্নত, একটি ভেসালী জাল, বিষযুক্ত চিংড়ী মাছ, একটি পারমিট জব্দ করা হয়। জানা যায় এ সময় অপর একজন জেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

কোবাদক ষ্টেশন কর্মকর্তা জানান আটককৃত জেলেদের বন আইনে মামলা দিয়ে খুলনা জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134344 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 01:50:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group