• হোম > জাতীয় | বিশেষ নিউজ > লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪, ১২:৪১
  • ৩১৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

যেসব হাসপাতালের লাইসেন্স নেই সেসব হাসপাতাল বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই নির্দেশ দেন তিনি।

শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে আদালতের যে নির্দেশনা আছে তা দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা ৮ হাজার এবং ক্লিনিক ৯ হাজার। এর বাইরে যেসব হাসপাতাল ও ক্লিনিক এখনও নিবন্ধিত হয়নি তাদের বিরুদ্ধে শিগগির অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অধিদফতরের এডিজি ডা. আহমেদুল কবীর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134356 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 08:10:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group