• হোম > বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > ইবিতে এবার সশরীরে ক্লাস চলবে সোমবারেও

ইবিতে এবার সশরীরে ক্লাস চলবে সোমবারেও

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪, ১৫:৫৫
  • ১৮৯৯

---

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সোমবার চালু থাকা অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইনে পূর্বের নির্ধারিত সময়ে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে আমাদের সোমবারের অনলাইন পাঠদান কার্যক্রম চালু ছিলো। এখন দেখা যাচ্ছে নিয়মিত অনলাইম ক্লাসগুলো হচ্ছে না। এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাই শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে পুনরায় সশরীর ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন সোমবার সকল প্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিলো এবং সোমবার সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিলো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134366 ,   Print Date & Time: Sunday, 21 September 2025, 11:56:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group