• হোম > আইন-অপরাধ | খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > কালীগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

কালীগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪, ১৬:৫৫
  • ৬৮৫

বিদেশী অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার একতারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন বিশ্বাস একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।

কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত আয়োজিত সংবাদ সম্মেলনে মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল একতারপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন বিশ্বাস ওরফে রাজুকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, রাজন বিশ্বাস রাজু একজন পেশাদার সন্ত্রাসী। নাশকতা, মাদক, ধর্ষণসহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন রাজন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134368 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 05:08:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group