• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি

  • বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪, ০৯:২৭
  • ৪৬৬

---

ঘন কুয়াশায় পদ্মা নদীতে আটকে পড়া ফেরি রজনীগন্ধা যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে। কুয়াশার কারণে নদীতে নোঙর করে রাখা ফেরিটিতে একটি বলগেট ধাক্কা দেওয়া এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি পদ্মা নদীতে ডুবে যায়। ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

এসময় ফেরিতে ১৭টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা। হতাহতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134381 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 04:51:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group