• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁওয়ে বিষযুক্ত খাবার দিয়ে খামারীর ৭০০ হাঁসকে মেরে ফেলেছে দূর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে বিষযুক্ত খাবার দিয়ে খামারীর ৭০০ হাঁসকে মেরে ফেলেছে দূর্বৃত্তরা

  • বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪, ০৯:৩৪
  • ৩৫১

---

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক খামারীর পালিত ৭০০ হাঁসকে খাবারে বিষ মেখে খাওয়ায়ে মেরে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে। হাঁস খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে সকাল সাড়ে ১১টায় খামারের হাঁসগুলোকে মাঠে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়। মাঠে পৌছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাস মারা যায়। পেছনে থাকা হাঁসগুলোকে সাথে সাথে টের পেয়ে কোনমতে খামারে ফিরিয়ে আসা হয়েছে। তা না হলে বাকি হাঁসগুলোও মারা যেতো। জাহেরুল ধারণা করছেন, কে বা কাহারা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রেখেছিলো। সেগুলো খাওয়ার পরেই হাঁসগুলো মারা গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকারও অধিক।

খামারী জহিরুল আরো জানান মরে যাওয়া হাঁসগুলোকে গর্ত খুঁড়ে পুতে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান গত ৫ বছরের অধিক সময় ধরে নিজ বাড়ীতে বাণিজ্যিক ভাবে হাঁসপালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে প্রায় ১ হাজারের বেশি হাঁস পালন করেন তিনি। মাংস খাওয়ার উপর্যুক্ত হলেই তিনি এসব হাঁস বাজারে বিক্রি করে দেন। এ ব্যপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন,ভুক্তভোগী খামারী আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134383 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 10:41:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group