• হোম > আইন-অপরাধ | খুলনা | বাংলাদেশ > বেনাপোলে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক দুই

বেনাপোলে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক দুই

  • বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪, ০৯:৪০
  • ৮০৫

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্তরে পুটখালী গ্রামের একটি আমবাগান থেকে র‌্যাব-৬ এর সদস্যরা সোমবরে বিকেলে ৪টি বস্তায় থাকা ৭শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক সহ তাদের
কাছ থেকে ২৯ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোলের পুটখালী গ্রামের নয়ন হোসেন ও বিল্লাল হোসেন ।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঘটনাস্থলে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছেন। তাৎক্ষনিক তারা অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
পরবর্তিতে তাদের দেখানো মতে নদীরপাড় থেকে চারবস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবসার ২৯ হাজার ৫শ’ টাকা তাদের কাছথেকে উদ্ধার করা হয় । তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় আরও একটি মামলা করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134385 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 08:37:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group