• হোম > আইন-অপরাধ | খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ঝিনাইদহে ৪০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহে ৪০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪, ১৫:০৪
  • ৪১৭

উদ্ধারকৃত স্বর্ণের বারসহ আটক ব্যক্তি

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। আটক চোরাকারবারি একই উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, চোরাকারবারিরা মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে মহেশপুর সীমান্ত হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির ৭ সদস্যের একটি টহল দল আগে থেকে অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। সেসময় একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও অপর চোরাকারবারি রিমন হোসেনকে আটক করতে সক্ষম হয় তারা।

পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। আটক রিমন হোসেনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134403 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:46:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group