• হোম > বিশেষ নিউজ > চার বিভাগে বৃষ্টি, আরও কমতে পারে তাপমাত্রা

চার বিভাগে বৃষ্টি, আরও কমতে পারে তাপমাত্রা

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪, ১২:৩৫
  • ২৮৪

ফাইল ছবি।

এই শীতে দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। এতে সারাদেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষ করে দক্ষিণপশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।

তিনি বলেন, বৃষ্টির ফলে কুয়াশা কমে সূর্যের দেখা মিলবে। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে আজকেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134432 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:09:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group