• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

রাজারহাটে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪, ১৬:৪১
  • ৩৯৯

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। শৈত প্রবাহের পরেও বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দুপুর ১২টার দিকে সূর্য্যরে মুখ দেখা গেলেও তেমন উত্তাপ নেই। ওই দিন সকাল ৯টায় রাজারহাট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার জানিয়েছে। জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক। সে কারণে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। তাৎক্ষনিকভাবে প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠান বন্ধ করেন।

এদিকে হিম শীতল আবহাওয়া ও কনকনে শীতে কাতর হয়ে আছে মানুষসহ গবাদী পশুগুলো। বাধ্য হয়ে গরম কাপড় ও পাটের বস্তা দিয়ে গবাদী পশুদের গায়ে জড়িয়ে দেয়া হচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা একটু উষ্ণতা নিতে খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে। প্রচন্ড ঠান্ডা ও শীতের কারণে গত দেড় সপ্তাহে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছি। তাপমাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ডিগ্রী সেলসিয়াস হওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।#


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134441 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 06:27:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group