• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • শনিবার, ২০ জানুয়ারী ২০২৪, ১১:২০
  • ৪৫৪

---

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি) :

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙা মহাসড়কের খাড়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে যাত্রী ভর্তি একটি লেগুনা গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিল। লেগুনাটি ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- ভাঙ্গার আলগী ইউনিয়নের মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম (৪০), মধুখালির সিরাজুল ইসলাম (৩৫)। নিহত আরেক পুরুষের (৩০) নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, আহত ৭ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134458 ,   Print Date & Time: Monday, 27 October 2025, 06:09:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group