• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী | শিক্ষাঙ্গন > তীব্র শীতে রাজশাহীর সকল স্কুলে ছুটি

তীব্র শীতে রাজশাহীর সকল স্কুলে ছুটি

  • রবিবার, ২১ জানুয়ারী ২০২৪, ০৯:১১
  • ১৪০৭

ছবি : সংগৃহীত।

তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রাজশাহীর সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রোববার (২১ জানুয়ারি) ও সোমবার (২২ জানুয়ারি) দুইদিন আর প্রাথমিক বিদ্যালয়গুলোও শুধু রোববার (২১ জানুয়ারি) একদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজশাহীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেখানকার স্কুলগুলো বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এল।

শনিবার (২০ জানুয়ারি) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির নির্দেশনা অনুযায়ী এ দুই দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা রোববার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রোববারের আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সেদিনও জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134474 ,   Print Date & Time: Friday, 19 September 2025, 05:53:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group