• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে নবনির্বাচিত ৪টি আসনের এমপিদের বিজয় সংবর্ধনা

রাজারহাটে নবনির্বাচিত ৪টি আসনের এমপিদের বিজয় সংবর্ধনা

  • রবিবার, ২১ জানুয়ারী ২০২৪, ১১:৩৭
  • ৩২৬

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে নবনির্বাচিত ৪টি আসনের এমপিদের বিজয় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০জানুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট উপজেলা শাখার আয়োজনে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম আলহাজ্ব মোঃ জাফর আলী।

রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুনূর মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার। এসময় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবাগত এমপিদেরকে প্রেসক্লাব রাজারহাট সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।##


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134482 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:52:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group