• হোম > জাতীয় | বিশেষ নিউজ > দ্বাদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

দ্বাদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

  • রবিবার, ২১ জানুয়ারী ২০২৪, ১৩:৩৬
  • ৪৩৩

ফাইল ছবি।

হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশে ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।

দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।

এদিকে আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134497 ,   Print Date & Time: Thursday, 15 January 2026, 02:40:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group