• হোম > জাতীয় | বিশেষ নিউজ | রাজনীতি > আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ

  • সোমবার, ২২ জানুয়ারী ২০২৪, ০৯:৫৬
  • ৬৫০

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। আজ সোমবার সন্ধ্যায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার (২১ জানুয়ারি) দুপুরে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি এ সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন।

সবশেষ গত বুধবার (১৭ জানুয়ারি) দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভায় বসে আওয়ামী লীগ। ওইদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134515 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 08:11:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group