• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলার মেঘনায় মালবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ২

ভোলার মেঘনায় মালবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ২

  • সোমবার, ২২ জানুয়ারী ২০২৪, ১৫:২৫
  • ৯০৯

---

ভোলা প্রতিনিধি :

ভোলার মেঘনায় মালবাহী একটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাবা মো. রাজ্জাক সরদার ও ছেলে মো. পারভেজ সরদার নামের দুইজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার দিবাগত রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ দূর্ঘটনা ঘটে।
বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন বাবা-ছেলে। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিদ্যুৎ কুমার আরও বলেন, এ ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134534 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:13:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group