• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে: পররাষ্ট্রমন্ত্রী

  • বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪, ১১:০৮
  • ৮০২

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজ পুরো পৃথিবী নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মত্যাগের শামিল হয়েছে।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বুধবার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক না দেওয়ার বিষয়ে হাছান মাহমুদ বলেন, প্রতীকবিহীন নির্বাচন করার বিষয়টি আমাদের মধ্যে বহু আগে থেকে আলোচনায় ছিল। হঠাৎ করে সিদ্ধান্ত হয়নি। প্রায় দুই বছর ধরে এটি আলোচনার মধ্যে ছিল। সর্বশেষ গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, প্রতীক দেওয়ার বিধান পরে চালু হয়। স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি। সেখানে সবাই উপস্থিত থাকবে এবং যে যার মতো নির্বাচন করবে। যারা বিজয়ী হবেন, তারা উপজেলা চেয়ারম্যান হবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134583 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 08:52:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group