• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

  • বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪, ১১:১৫
  • ৩২০

ছবি : সংগৃহীত।

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া ও ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতীতে নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।

রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134585 ,   Print Date & Time: Tuesday, 9 September 2025, 01:46:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group