• হোম > নির্বাচনী সংবাদ | বাংলাদেশ | বিশেষ নিউজ > সিটি করপোরেশনসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

সিটি করপোরেশনসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

  • বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪, ১৩:০৮
  • ২১৫৬

---

ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে আগামী ৯ মার্চ।

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্দেশে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। বাকি সব নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134590 ,   Print Date & Time: Saturday, 13 December 2025, 04:19:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group