• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় দুটি পাইপগান-গুলিসহ আটক ৩

ভোলায় দুটি পাইপগান-গুলিসহ আটক ৩

  • বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪, ১৪:৩৫
  • ১৭৬৬

---

ভোলা প্রতিনিধি:

ভোলায় দেশীয় লোহার তৈরী সচল দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজসহ মো. আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০) নামের তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারী) দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভোলা জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় মো. আব্বাস, রুবেল, ও মিরাজ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজউদ্ধার করা হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134592 ,   Print Date & Time: Monday, 7 July 2025, 04:44:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group