• হোম > জাতীয় পার্টি | বিশেষ নিউজ | রাজনীতি > জাতীয় পার্টির ৬৭১ নেতাকর্মী পদত্যাগ

জাতীয় পার্টির ৬৭১ নেতাকর্মী পদত্যাগ

  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪, ১৮:০১
  • ৮৫২

ছবি : সংগৃহীত।

জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পদে থাকা ৬৭১ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জিএম কাদের জাপাকে ধ্বংস করছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও মহাসচিবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু।

তিনি বলেন, জাতীয় পার্টিতে যে হারে বহিষ্কার, অন্যায়-অত্যাচার করে আসছেন চেয়ারম্যান জিএম কাদের। তার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আজকের এই গণপদত্যাগ কর্মসূচি।

শফিকুল ইসলাম বলেন, জিএম কাদের মনে করেন জাতীয় পার্টি একটা মুদি দোকান। সকালে আসেন সন্ধ্যায় বের হন। সকালে দোকান খুলে সারা দিন দোকানদারি করে সন্ধ্যায় হিসাব নেন, নিয়ে বেরিয়ে যান। তিনি লাড্ডুর মতো ঘুরতেছেন। সুতা মহাসচিবের হাতে আর কাদের লাড্ডুর মতো ঘুরতেছেন। জাতীয় পার্টিকে ধ্বংস করে দিয়েছেন তিনি।’

তিনি বলেন, জিএম কাদের সারা দেশে কোনো সভা-সমাবেশ করেন নাই, জনসমাবেশ করেন নাই। তিনি সকালে আসেন আর সন্ধ্যায় বেরিয়ে যান। পার্টি অফিসে পড়ে থাকেন, দেশের কোনো খবর তার কাছে নাই।’

জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা পল্লিবন্ধু এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাব। আমরা অল্প সময়ের মধ্যে আবার জাতীয় পার্টিকে পুনর্জ্জীবিত করব।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134618 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:32:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group