• হোম > ঢাকা | বাংলাদেশ | বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > রাজধানীতে আজ বিএনপির কালো পতাকা মিছিল

রাজধানীতে আজ বিএনপির কালো পতাকা মিছিল

  • শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪, ০৯:৩৬
  • ১০১৮

ফাইল ছবি।

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
এছাড়া, ১২ দলীয় জোটের উদ্যোগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টা ৩০ মিনিটে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিক থেকে, এলডিপি বেলা ১১টা বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল করবে।

অপরদিকে, এবি পার্টি বেলা ৩টা ৩০ মিনিটে বিজয় নগর দলীয় অফিস সংবাদ সম্মেলন করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134621 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 06:14:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group