• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > এনআরবিসি ব্যাংকের সিন্দুক কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ

এনআরবিসি ব্যাংকের সিন্দুক কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ

  • শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪, ১৩:১৩
  • ১৭৫৩

এনআরবিসি ব্যাংকের এক উপশাখা। ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি :

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের এক উপশাখার সিন্দুক কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বগুড়া সদর উপজেলায় এই ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান পাশে এসকেএস এনজিও এবং এর সোজা বাড়িওয়ালা থাকেন। আর উপরতলায় তিনটা পরিবার থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করেছে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134636 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 12:29:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group