• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাঙ্গাবালীতে অবৈধ বেহুন্দী জাল আগুনে পোড়ানো হয়

রাঙ্গাবালীতে অবৈধ বেহুন্দী জাল আগুনে পোড়ানো হয়

  • সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪, ১৪:৩৩
  • ১০০১

---

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

মৎস সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে এবং টেকসই মৎস আহরণের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২৪শের ২য় ধাপের ৭ম দিনে ১০ টি অবৈধ বেহুন্দী ৭ টি চরঘেরা জাল ও ১২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ পুলিশএ অভিযান পরিচালনা করেন। বঙ্গোপসাগরের উপকূলি এলাকা কলাগাছিয়া ,সোনারচর ও বুড়াগৌরাঙ্গ নদীতে এ অভিযান চালায়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুল চর মোন্তাজের বউবাজার এলাকায় জনসম্মুখে আগুনে পুরে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেরিন অফিসার এস এম সাহাদাৎ হোসেন বলেন এ অভিযান চলমান থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134677 ,   Print Date & Time: Monday, 13 October 2025, 06:45:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group