• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > সিরাজগঞ্জে বাবা-মা ও মেয়েকে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জে বাবা-মা ও মেয়েকে গলাকেটে হত্যা

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪, ০৯:৩১
  • ১৮৮৬

---

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলাকেটে খুন করা হয়েছে।

নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুইদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা পরিকল্পিত ভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134687 ,   Print Date & Time: Friday, 2 January 2026, 12:25:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group