• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪, ১৬:৩০
  • ৭৫৫

ছবি: সংগৃহীত

তুলে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পরই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে বিএনপির কালো পতাকা মিছিল থেকে মঈন খানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134708 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 08:25:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group