• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে ২সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্য প্রবাহ, দিন দিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

রাজারহাটে ২সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্য প্রবাহ, দিন দিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪, ১৭:৪৮
  • ৬৫৬

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

মঙ্গলবার (৩০জানুয়ারি) সকাল ৯ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার সাথে তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বইছে মৃদু শৈত্য প্রবাহ। সকালে সূর্য্যরে দেখা মিললেও, উত্তাপ নেই। প্রায় ২ সপ্তাহ ধরে এ উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহ। তীব্র ঠান্ড ও শীতের কারণে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া,শ্বাসকষ্ট, সর্দিকাশি,জ্বরসহ শীতজনিত রোগ। প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হয়ে পড়েছে এসব রোগে। এসব রোগের ওষুধ সংকট হওয়ার আশংকা করছে উপজেলা স্বাস্থ্য ও পঃ প কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। তবে এখন পর্যন্ত ওষুধ সংকট নেই বলে তিনি জানিয়েছেন।

দিনের অধিকাংশ সময় সূর্য্যরে দেখা মিলছে না। বেলা বাড়ার সাথে সাথে সূর্য্যরে কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত তাপমাত্রা নিম্নগামী থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। তার পরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134714 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 04:15:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group